রোমাঞ্চকর পঞ্চম দিনের অপেক্ষা চট্টগ্রামে
প্রকাশিতঃ 6:40 pm | May 18, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
পঞ্চম দিনে দারুণ কিছুর অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। চতুর্থ দিনে ৪৬৫ রানে অল-আউট হওয়া বাংলাদেশ ৬৮ রানের লিড দেয় শ্রীলঙ্কাকে। শেষ সেশনে ব্যাট করতে নেমে দুই উইকেট খুইয়েছে সফরকারীরা।
চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৩৯ রান, টাইগাররা এগিয়ে রয়েছে ২৯ রানে। আগামীকাল চট্টগ্রাম টেস্টের শেষ দিনের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। দ্রুত উইকেট নিতে পারলে ম্যাচ ঝুঁকে যাকে জাবে বাংলাদেশের দিকে।
তবে চতুর্থ দিনে যে টার্ন পাওয়া যাচ্ছে উইকেটে সেটি স্বাভাবিক ভাবেই পঞ্চম দিনে বড় প্রভাব ফেলবে ম্যাচে। টাইগার স্পিনারদের ঠিকঠাক রুখে দিতে পারলে ম্যাচটা বাঁচাতে পারবে শ্রীলঙ্কা। হাতে আছে আরও ৮টি উইকেট।
চতুর্থ দিনের শেষ সেশনে ব্যাট করতে ১৭ ওভার ১ বল খেলেছে শ্রীলঙ্কা। এর মাঝে ওপেনার ওশাধা ফার্নান্দো ১৯ রান করে তাইজুল ইসলামের থ্রোতে বিদায় নেন রান আউট হয়ে। দিনের শেষ ওভারের প্রথম বলে নাইটওয়ানম্যান লাসিথ অ্যাম্বুলডনিয়াকে ২ রানের মাথায় বোল্ড করেন তাইজুল।
এর আগে লঙ্কানদের প্রথম ইনিংসে দেয়া ৩৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৬৫ রানে থামে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয়ের ৫৮ রানের পর তামিম ইকবালের ১৩৩ রানের ইনিংস।
মুশফিকুর রহমানের রেকর্ড ৫ হাজার রানের দিনে ১০৫ রানের ইনিংস ছাড়াও লিটন দাসের ৮৮ রানে ভর করে লিড পায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার পক্ষে ৪ উইকেট নিয়েছেন বিশ্ব ফার্নান্দোর কনকাশন হিসেবে খেলা কাসুন রাজিথা। এছাড়া ৩ উইকেট নেন আসিথা ফার্নান্দো। ১ উইকেট করে নেন লাসিথ অ্যাম্বুলডনিয়া ও ধনঞ্জয়া ডি সিলভা।
কালের আলো/এমএইচ/এমবি