জাতির পিতার কলকাতার জীবন নিয়ে তথ্যচিত্র ‘কলকাতায় বঙ্গবন্ধু’

প্রকাশিতঃ 9:52 pm | May 13, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কলকাতা জীবনকে উপজীব্য করে ‘কলকাতায় বঙ্গবন্ধু’নামে একটি তথ্যচিত্র নির্মাণ করছে ভারতের স্বনামধন্য চিত্র পরিচালক শ্রী গৌতম ঘোষ। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফ্রেন্ডস অফ বাংলাদেশ (ভারত চ্যাপ্টার)-এর যৌথ উদ্যোগে এটি নির্মিত হচ্ছে।

শুক্রবার (১৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, এ ধরনের ছবি স্বাধীনতার পর তৈরি করলে ভালো হতো। ১৯৭৫ সালে এক অন্ধকার নেমে আসার কারণে এ বিষয়ে এগোনো যায়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, গত ১৯ মার্চ ২০২২ তারিখে এই তথ্যচিত্র নির্মাণসংক্রান্ত একটি সমঝোতা স্মারক কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে স্বাক্ষরিত হয়।

তিনি জানান, প্রায় ৩০ মিনিটের এই তথ্যচিত্রটি কলকাতা এবং বাংলাদেশে শুটিং শেষে আগামী জুন ২০২২ এর মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে।

শাহরিয়ার আলম বলেন, কলকাতার সাথে বঙ্গবন্ধুর অসংখ্য স্মৃতি জড়িত যার বেশ কিছু অংশ আমরা বঙ্গবন্ধুর নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী পড়ে জানতে পারি। বঙ্গবন্ধু কখনো চিকিৎসার প্রয়োজনে, কখনও অধ্যয়নের জন্য, কখনও রাজনৈতিক নেতা হিসেবে বহুবার কলকাতায় আসা যাওয়া করেছেন, যে অভিজ্ঞতা তাঁকে একজন অসামান্য রাজনৈতিক নেতা হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করেছে। কাজেই কলকাতাকেন্দ্রিক বঙ্গবন্ধুর এই অজানা বা কমজানা বিষয়গুলোকে জনসম্মুখে নিয়ে আসার জন্যই আমাদের এই প্রয়াস, কারণ কলকাতা পর্বকে বাদ দিলে বঙ্গবন্ধুকে পূর্ণাঙ্গরূপে বিশ্লেষণ করার ক্ষেত্রে অপূর্ণতা থেকে যাবে।

প্রতিমন্ত্রী বলেন, কলকাতাস্থ বাংলাদেশ মিশন মুজিববর্ষে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এরকম মহতি একটি উদ্যোগ গ্রহণ করেছে। আমরা ধন্যবাদ জানাই ফ্রেন্ডস অফ বাংলাদেশ (ভারত চ্যাপ্টার)কে, বিশেষত এর সহ সভাপতি শ্রী সত্যম রায় চৌধুরীকে এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হবার জন্য। ধন্যবাদ জানাই এই তথ্যচিত্র নির্মাণে যিনি অগ্রণী ভূমিকা পালন করবেন – বিশিষ্ট চিত্র পরিচালক শ্রী গৌতম ঘোষ মহোদয়কে এই তথ্যচিত্র নির্মাণের জন্য এগিয়ে আসার জন্য, যিনি ফ্রেন্ডস অফ বাংলাদেশ, ভারত চ্যাপ্টারের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, সেইসাথে ধন্যবাদ জানাই ফ্রেন্ডস অফ বাংলাদেশ (বাংলাদেশ চ্যাপ্টার) এর মুখ্য সমন্বয়ক মেজর (অব.) এ এস এম শামসুল আরেফিন সাহেবকে, যিনি শুরু থেকেই এই কাজে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আসছেন। ধন্যবাদ জানাই তিনজন স্ক্রিপ্ট রাইটার কে (ভারতের দীপঙ্কর চক্রবর্তী ও তাপশ্রী গুপ্ত এবং বাংলাদেশের সোহেল আহমেদ সিদ্দিকী) যারা প্রাথমিক স্ক্রিপ্ট তৈরিতে অবদান রেখেছেন। এছাড়া কলকাতার স্বপন চক্রবর্তী মহোদয়কেও ধন্যবাদ জানাই শুরু থেকেই এই কাজে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার জন্য।

শাহরিয়ার আলম বলেন, চিত্র পরিচালক গৌতম ঘোষ মহোদয় আগামী এক সপ্তাহ ঢাকা এবং টুঙ্গিপাড়ার বিভিন্ন জায়গায় ঘুরে এই তথ্যচিত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় শুটিংয়ের কাজ সম্পাদন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও তাঁর একটি সাক্ষাৎকার রয়েছে। আমরা আশা করছি বাংলাদেশের শুটিং এর পর্ব শেষ করে এবং কলকাতার বাকি কাজ শেষে আগামী জুনের মধ্যেই আমরা ‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রটি রিলিজ করতে সক্ষম হবো।

সংবাদ সম্মেলনে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ সাংবাদিকদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কলকাতা জীবনের ওপর উপজীব্য করে ৩০ মিনিট স্থায়ী এ তথ্যচিত্র নির্মিত হবে। জুনে তথ্যচিত্রটি মুক্তি পাবে।

তিনি বলেন, কলকাতায় বঙ্গবন্ধু নিয়ে এ তথ্যচিত্র নির্মাণে একটি আবেগ কাজ করেছে। যখন আমি ক্যামেরা চালিয়েছি তখন মনে হয়েছে বঙ্গবন্ধু ঘুরে বেড়াচ্ছেন। এ তথ্যচিত্র নির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও শেখ হাসিনার লেখা বই সবচেয়ে অথেনটিক হিসেবে মনে করি।

গৌতম ঘোষ বলেন, লেটস সি- দেখা যাক। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব। তিনি জানান, এ তথ্যচিত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা চিত্রায়িত করা হবে। বঙ্গবন্ধুর জীবনের ব্যাপ্তি এত বড় যে কলকাতার পর্বটি দেখলেই বোঝা যাবে তার সাহসিকতা। গৌতম ঘোষ বলেন, এ তথ্যচিত্র সম্পূর্ণভাবে বঙ্গবন্ধুর ওপরই নির্মিত হবে।

এ সময় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, মেজর (অব.) শামসুল আরেফিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসবি/এমএম