পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৩০, আহত ৫০
প্রকাশিতঃ 4:40 pm | March 04, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
পাকিস্তানের পেশোয়ারে শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও ৫০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
খবরে বলা হয়, পাকিস্তানের পেশোয়ারের পুরাতন শহরে শিয়া সম্প্রদায়ের কুচা রিসালদার মসজিদে জুমার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বহু মুসল্লি আহত হয়েছেন। যাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
পেশওয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ ইজাজ খান বলেন, সংঘর্ষ শুরু হয় মসজিদের বাইরে থাকা পুলিশের ওপর বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলি ছোড়ার মাধ্যমে।
তিনি আরও বলেন, এ সংঘর্ষে এক বন্দুকধারী ও পুলিশের এক সদস্য নিহত হন। এ সময় পুলিশের অপর সদস্য আহত হয়েছেন। পরে বাকি হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকে পড়ে এবং বোমা বিস্ফোরণ ঘটায়।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম বলেন, ৫০ জনের বেশি মুসল্লি আহত হয়েছেন এবং মৃতুর সংখ্যা বাড়তে পারে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
কালের আলো/এমএইচ/কেজে