পদত্যাগপত্রে ভুল তারিখ লিখলেন মুরাদ
প্রকাশিতঃ 4:44 pm | December 07, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
প্রধানমন্ত্রীর নির্দেশের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠানো পদত্যাগপত্রে ভুল লিখেছেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে নিজের পদত্যাগপত্রটি পাঠান তিনি।
তবে পদত্যাগপত্রটি পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, স্ক্যান কপি নয়, মন্ত্রিপরিষদকে হার্ড কপি দিতে হবে।
মেইলে দেওয়া পদত্যাগপত্রে মুরাদ হাসান লেখেন, ‘স্ব-শ্রদ্ধেয় সালাম নিবেন, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২০২১ সালের ১৯ মে ০৪.০০.০০০০.৪২১.০০৪.১৯.১৪২ নম্বর স্মারকমূলে আমাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আমি অদ্য ২০২১ সালের ৭ ডিসেম্বর থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব হতে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক।’
যদিও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ডা. মুরাদ হাসান ২০১৯ সালের ১৯ মে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
পদত্যাগপত্রে মুরাদ হাসান উল্লেখ করেন, ‘এমতাবস্থায়, আপনার নিকট বিনীত নিবেদন এই যে, আমাকে অদ্য ৭ ডিসেম্বর থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব হতে অব্যহতি প্রধানের লক্ষে পদত্যাগ পত্রটি গ্রহণে আপনার একান্ত মর্জি কামনা করছি।
কালের আলো/টিআরকে/এসআইএল