নকলায় চেয়ারম্যান পদে নৌকা ৪, বিদ্রোহী-স্বতন্ত্র ৫
প্রকাশিতঃ 11:13 pm | November 28, 2021

কালের আলো সংবাদদাতাঃ
শেরপুরের নকলা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪টি ইউপিতে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাকী ৫ ইউপির মধ্যে চারটিতে বিদ্রোহী ও ১ টি তে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
রবিবার (২৮ নভেম্বর) সংশ্লিষ্ট নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনে বিজয়ীরা হচ্ছেন- ১ নং গনপদ্দি ইউনিয়ন শামসুর রহমান আবুল (নৌকা), ২নং নকলা ইউনিয়ন আবু বকর সিদ্দিক ফারুক (মোটরসাইকেল) ৩নং উরফা ইউনিয়নের নুরে আলম তালুকদার ভুট্টো (চশমা), ৪নং গৌড়দ্বার ইউনিয়ন) শওকত হোসেন খান মুকুল (নৌকা), ৫নং বানেশর্দী ইউনিয়ন মাজহারুল আনোয়ার মহব্বত (আনারস), ৬নং পাঠাকাটা ইউনিয়ন আব্দুস সালাম (নৌকা), ৭নং টালকি ইউনিয়ন মোজাফফর আহমদ বুলবুল (স্বতন্ত্র), ৮নং চর অষ্টধর ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানি (নৌকা) এবং ৯নং চন্দ্রকোনা ইউনিয়ন) কামরুজ্জামান গেন্দু (আনারস)।
কালের আলো/বিএস/এমএন