গবি শিক্ষার্থীদের করোনায় প্রশিক্ষণ
প্রকাশিতঃ 4:55 pm | October 31, 2021

গবি সংবাদদাতা, কালের আলো:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইটি ও কোভিড-১৯ সেলের উদ্যোগে রোববার (৩১ অক্টোবর) সকালে আইকিউএসি সভাকক্ষে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কিট আবিষ্কারক অধ্যাপক ড. বিজন কুমার শীল। এ সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রধান এবং সাবেক বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা সহ বাংলা ও ইইই বিভাগের অর্ধশত শিক্ষার্থী।
সংশ্লিষ্টরা জানান, দুই ঘন্টার প্রশিক্ষণ শেষে ২০ মার্কের পরীক্ষা নেওয়া হয়। পরবর্তীতে অংশগ্রহণকারীদের সনদ প্রদান কথা হয়।
সেমিনার শেষে বিজন কুমার শীল বলেন, মাক্স পরবেন। আশেপাশের সবাইকে মাক্স পরার পরামর্শ দিবেন। কোভিড-১৯ প্রতিরোধে মাক্স পরার বিকল্প নেই।
প্রসঙ্গত, একজন মানুষ কীভাবে করোনা আক্রান্ত হয়, আক্রান্ত হওয়ার পরে কী পদক্ষেপ এবং নিরাময়ের সম্পর্কে সেমিনারে দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া খাদ্য প্রণালি, ভাইরাসের কার্যপ্রণালী ও বিভিন্ন ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে ধারণা পায় ছাত্রছাত্রীরা।
কালের আলো/টিআরকে/এসআইএল