খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, চলছে অস্ত্রোপচার
প্রকাশিতঃ 4:32 pm | October 25, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, দাঁত, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
সোমবার (২৫ অক্টোবর) ছোট একটি অস্ত্রোপচারের জন্য তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। চিকিৎসক ও দলের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে সকাল সাড়ে ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান।
এদিকে, রোববার (২৪ অক্টোবর) লন্ডন থেকে ঢাকায় এসে বিএনপি চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে যান আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। রাত সোয়া ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন তিনি। এরপর বের হন রাত ১১টায়। বর্তমানে তিনি খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন বলে আরেকটি সূত্র জানিয়েছে।
খালেদা জিয়ার চিকিৎসক সূত্র জানিয়েছে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। নতুন করে তাঁর কিডনিজনিত সমস্যা বেড়েছে, রক্তের হিমোগ্লোবিনেরও ঘাটতি রয়েছে। এর মধ্যে আবার থেমে থেমে জ্বর আসায় একাধিক স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে।
এদিকে, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আজ বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কালের আলো/এসবি/এমএম