২০২৬ সালে জাতিসংঘ অধিবেশনে সভাপতি প্রার্থী বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিতঃ 6:45 pm | October 24, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
বাংলাদেশ ২০২৬ সালের জাতিসংঘ অধিবেশনে সভাপতি প্রার্থী হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোমেন বলেন, ২০২৬ সালের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি প্রার্থী হয়েছে বাংলাদেশ। আমরা এ লক্ষ্যে কাজ করছি।
এ কে আব্দুল মোমেন।