ফুলবাড়িয়ায় জুয়ার আসর থেকে আটক মাদ্রাসা সুপারসহ ৪ জন কারাগারে

প্রকাশিতঃ 10:43 pm | October 22, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জুয়ার আসর থেকে স্থানীয় আন্ধারিয়াপাড়া বিডিএস দাখিল মাদ্রাসা সুপার হাসমত উল্লাহসহ চার জুয়াড়িকে আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অন্য জুয়াড়িরা হলো- আব্দুল আজিজ (৫৫), সোলায়মান (৪৮) ও মুসা (৩৮)।

সোমবার (২২ অক্টোবর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রোবরার রাতে উপজেলার চৌদার গুজাকুরি খালপাড় এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে মাদ্রাসা সুপারসহ ওই ৪ জুয়ারিকে আটক করা হয়। পরে সোমবার আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কালের আলো/ওএইচ