মাহিকে ‘কিপটে’ বললেন নুসরাত ফারিয়া
প্রকাশিতঃ 6:39 pm | October 05, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ
ঢাকাই সিনেমার প্রথম সারির নায়িকা মাহিয়া মাহি। ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের একজন তিনি। দর্শকদের কাছেও রয়েছে তার চমৎকার গ্রহণযোগ্যতা। রূপালি জগতে তার এই পথচলা শুরু হয়েছিল ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে। সে হিসেবে সিনেমায় তার ৯ বছর পূর্ণ হয়েছে।
ফেসবুকে এক পোস্টে তিনি নিজের অভিনয় জীবনের ৯ বছর পূর্তিতে ধন্যবাদ জানান জাজ মাল্টিমিডিয়াকে। মাহি লেখেন, ‘৯ বছর। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়া । উপর ওয়ালার পরে আপনাদের জন্যই আজকে আমি মাহিয়া মাহি।
মাহির এই পোস্টের পর অনেকেই তাকে কমেন্টে শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছেন। সেই তালিকায় আছেন নায়িকা নুসরাত ফারিয়া। কমেন্টে ফারিয়া মাহিকে উদ্দেশ্য করে লিখেন, ট্রিট দেন আপা। উত্তরে মাহি বলেন, ডাইট কর, এত খাওয়া লাগবে না। মাহির কমেন্টের উত্তরে ফারিয়া লিখেন, কিপটা। আর সেই কমেন্টেই দেখা যায় অনেকের হাসির রিয়েক্ট।
মজার ছলে কমেন্ট করলেও মাহি ও ফারিয়ার মাঝে বেশ ভালো সম্পর্ক। মাহির দ্বিতীয় বিয়ের সময় তার জন্য শুভ কামনা জানিয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ায় তারা প্রায়ই বিভিন্ন মন্তব্য বিনিময় করেন। গেলো ৭ সেপ্টেম্বর ফারিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মাহি লিখেছিলেন, শুভ জন্মদিন নুসরাত ফারিয়া, কেক খাওয়া
। সেই পোস্টের জবাবে ফারিয়া লেখেন, ১২টা সময় বাসায় আয়, সাথে তেহেরি
। পাল্টা মন্তব্যে মাহি লিখেন, খাওয়াবি তুই, তোর জন্মদিন, আমি কেনো আনবো? তারপর ফারিয়া লিখেন,
যা আমিই খাওয়াবো`।
‘ভালোবাসার রঙ’ সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন। এতে বাপ্পী-মাহি জুটি ছাড়াও অভিনয় করেছেন রাজ্জাক, আলীরাজ, অমিত হাসান, মিজু আহমেদসহ আরও অনেকেই।
প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেন মাহি। এটি সুপারহিট হয়। এরপর তিনি কাজ করেছেন আরও বেশ কিছু সুপারহিট ও প্রশংসিত চলচ্চিত্রে। বর্তমানে ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকাদের একজন তিনি।
কালের আলো/টিআরকে/এসআইএল