রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৫০

প্রকাশিতঃ 4:49 pm | September 14, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইফতেখায়রুল ইসলাম বলেন, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে এক হাজার ১২১ পুরিয়া হেরোইন, ১০ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল ও দুই হাজার ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

কালের আলো/আরএস/এমএইচএস