রাঙামাটিতে সেনাবাহিনী-সন্ত্রাসী গুলি বিনিময়, আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশিতঃ 8:13 pm | September 12, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন রাঙামাটি জেলার বাঘাইছড়ির পশ্চিম জারুলছড়ি এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে বাঘাইহাট সেনা জোন অভিযান পরিচালনা করলে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

সেনাবাহিনী সূত্র জানায়, আজ ভোরে খাগড়াছড়ির জারুলছড়ি এলাকায় ইপিডিএফ (প্রসীত) এর ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর দীর্ঘ সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এক পর্যায়ে ইপিডিএফ (প্রসীত) এর সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্র, গুলি এবং অন্যান্য সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়।

পরে সেনাবাহিনী সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি একে ৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড অ্যামুনিশন, দুটি মোবাইল ফোনসেট, তিনটি কাপড়ের ব্যাগসহ বিপুল নথিপত্র উদ্ধার করেন।

পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে সেনা সূত্রে জানা গেছে।

কালের আলো/এসআরবি/এমএইচএ