৪১ বছর বয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডেসকাটে
প্রকাশিতঃ 1:48 pm | September 11, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
বয়স পেরিয়ে গেছে ৪১, তবে ব্যাটের ধার এখনও কম নয়। ইংল্যান্ডের কাউন্টি সার্কিটে এখনও দেখা যায় তার ব্যাটিং-বোলিং ঝলক। এবার বিশ্বমঞ্চেও আরেকবার তা দেখানো সুযোগ পাচ্ছেন রায়ান টেন ডেসকাটে। অভিজ্ঞ এই ক্রিকেটারকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা দিয়েছে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের হয়ে স্মরণীয় সব পারফরম্যান্স আছে ডেসকাটের। ৩৩ ওয়ানডে খেলে ৫ সেঞ্চুরিতে তার রান ১ হাজার ৫৪১, ব্যাটিং গড় ৬৭। হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে তার এই গড় ওয়ানডে ইতিহাসের সেরা। মিডিয়াম পেস বোলিংয়ে উইকেট ৫৫টি, চার উইকেট তিন ম্যাচে। টি-টোয়েন্টিতে ২২ ম্যাচে ৫৩৩ রান ৪৪.৪১ গড় ও ১৩৩.২৫ স্ট্রাইক রেটে। উইকেট ১৩টি।
২০১১ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে সবার নজর কেড়েছিলেন ডেসকাটে। দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেন তিনি, হাত ঘুরিয়ে উইকেট নেন ৭টি। কিন্তু ওই বিশ্বকাপের পর অজানা কারণে দীর্ঘ ৭ বছর নেদারল্যান্ডসের হয়ে খেলেননি।
২০১৮ সালে লর্ডসে একটি টি-টোয়েন্টি দিয়ে আবার ফেরেন। পরে ২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আবার ডাচদের হয়ে মাঠে নেমে ৯ ম্যাচে ২৩৩ রান করেন ৪৬.৬০ গড় ও ১৩৬২৫ স্ট্রাইক রেটে।
বিশ্বকাপে নেদারল্যান্ডস দল: পিটার সিলার (অধিনায়ক), কলিন আকারম্যান (সহ-অধিনায়ক), ফিলিপ বোয়াসেভেন, বাস ডে লেডে, পল ফন মেকেরেন, বেন কুপার, মাক্স ও’ডাওড, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাটে, টিম ফন ডার গুগটেন, রুলফ ফন ডার মেরওয়া, ব্র্যান্ডন গ্লভার, ফ্রেড ক্লাসেন, লোগান ফন বিক, স্টেফান মাইবার্গ।
কালের আলো/টিআরকে/এসআইএল