হাটহাজারী মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা ইয়াহিয়া
প্রকাশিতঃ 4:37 pm | September 08, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
হাটহাজারীর আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম (মহাপরিচালক) মাওলানা ইয়াহিয়া ও সহযোগি পরিচালক হিসেবে মুফতি জসিম উদ্দীনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসার শুরা কমিটির বৈঠক শেষে তাদের নাম ঘোষণা করা হয়।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বৈঠকে উপস্থিত হাটহাজারী মাদরাসার শুরা সদস্য মাওলানা মাহমুদুল হাসান।
তিনি বলেন, শুরা বৈঠকে মুফতি আব্দুস ছালাম হুজুরকে মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমাদের শূরা কমিটির বৈঠক চলাকালীন মুফতি আব্দুস সালাম হুজুর ইন্তেকাল করেছেন। বৈঠক কাউকে মাদ্রাসার পরিচালক করা হয়নি। তবে নায়েবে মুহতামিম মাওলানা ইয়াহিয়াকে হাটহাজারীর আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম ও সহযোগি পরিচালাক হিসেবে মুফতি জসিম উদ্দীনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মাদরাসাটির প্রয়াত মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর স্থলাভিষিক্ত হয়েছিলেন মুফতি আব্দুস ছালাম।
কালের আলো/ডিএসকে/এমএম