সাইফউদ্দিনের জোড়া শিকার, বিপাকে নিউজিল্যান্ড
প্রকাশিতঃ 4:41 pm | September 05, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে রবিবার (৫ সেপ্টেম্বর) মুখোমুখি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই ২-০ তে এগিয়ে আছে টাইগাররা। সিরিজ জয়ের লক্ষ্যে এই ম্যাচে টস হেরেছে মাহমুদউল্লাহ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
প্রথম দুই ওভারে ১৬ রান তুলেছে নিউজিল্যান্ড। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও স্পিন দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। তৃতীয় ওভারে বোলিংয়ে পরিবর্তন এনে মোস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন মাহমুদউল্লাহ। নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই বিপজ্জনক হয়ে উঠা ফিন অ্যালেনকে ফিরিয়ে উইকেট মেডেন দিলেন মোস্তাফিজ। ১০ বলে ১৫ করা ফিন মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়েছেন।
৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৬ রান
যথারীতি এ ম্যাচেও পরিবর্তন কোনো আসেনি বাংলাদেশ দলের একাদশে। উইনিং কম্বিনেশন ধরে রেখেছে টাইগাররা।
তবে এদিন তিনটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড দল। আগের ম্যাচে অভিষেক হওয়া বেন সিয়ার্স বাদ পড়েছেন। বাদ পড়েছেন হামিশ বেনেট ও ডগ ব্রেসওয়েলও। তাদের জায়গায় দলে ঢুকেছেন ফিন অ্যালেন, স্কট ম্যাককুগেলাইন ও জ্যাকব ডাফি।
কিউইদের বিপক্ষে জয়ের ইতিহাস গড়তে চাওয়ার ম্যাচের আগে অনন্য কীর্তি গড়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রথম বাংলাদেশি হিসেবে ১০০টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিচ্ছেন তিনি। সবমিলিয়ে ক্রিকেট ইতিহাসের অষ্টম ক্রিকেটার তিনি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাককনকি, এজাজ প্যাটেল, স্কট ম্যাককুগেলাইন ও জ্যাকব ডাফি।
কালের আলো/আরএস/এমএইচএস