বিদেশি জাহাজের চোরাই তেলসহ গ্রেফতার ৩

প্রকাশিতঃ 10:07 pm | August 05, 2021

কালের আলো সংবাদদাতা:

চট্টগ্রাম বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে চোরাই ১ হাজার ৬৫০ লিটার ডিজেল ও ২৫০ লিটার অকটেন জ্বালানি তেলসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৫ আগস্ট) র‌্যাব-৭ সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার মো. রকিবুল হাসান গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, পতেঙ্গা থানার দক্ষিণ পাড়া এলাকায় চোরাইকৃত ডিজেল অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে মজুদ করছিল কতিপয় চোরাকারবারি চক্র। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. আলমগীর (৫২), মো. আলমগীর (৪০) ও মো. ইমতিয়াজ (১৯)। পরে তাদের দখলে থাকা টিনের ড্রাম থেকে ১ হাজার ৬৫০ লিটার ডিজেল ও ২৫০ লিটার অকটেন উদ্ধার করা হয়।

স্কোয়াড কমান্ডার বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আগত জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ডিজেল ও অকটেন সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাই ডিজেলের আনুমানিক মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

কালের আলো/আরএস/এমএইচএস