পরীমণি র‌্যাব কার্যালয়ে, চলছে জিজ্ঞাসাবাদ

প্রকাশিতঃ 10:04 pm | August 04, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মদ, ইয়াবা, আইএস, এলএসডিসহ আটক বহুল বিতর্কিত নায়িকা পরীমণিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

বুধবার (৪ আগস্ট) রাতে সেখানে নেওয়ার পরই জিজ্ঞাসাবাদ শুরু করে র‌্যাব।

এর আগে রাত ৮টা ১০ মিনিটে পরীমণিকে তার বাসা থেকে বের করে একটি সাদা মাইক্রোবাসে র‌্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়। ৮টা ৪৫ মিনিটে ওই গাড়ি কুর্মিটোলার ওি কার্যালয়ে পৌঁছায়।

বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রাতে র‌্যাব সদরদপ্তরেই থাকবেন পরীমণি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আগামীকাল আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আলোচিত এ নায়িকার বাসায় অভিযান শুরু করেন র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। পরে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, পরীর বাসার বিভিন্ন আসবাবে থরে থরে সাজানো বিদেশি মদ পাওয়া গেছে। বিদেশি ব্র‌্যান্ডের যত ধরনের মদ আছে প্রায় সবই সেখানে মিলেছে।

ফ্রিজভর্তি ছিল নামি-দামি ব্র‌্যান্ডের মদ। এর পাশাপাশি এই নায়িকার বাসায় মিলেছে সর্বনাশা মাদক ইয়াবাও।

এমনকি সেখানে ভয়ঙ্কর মাদক এলএসডি-আইসও পাওয়া গেছে। সম্প্রতি এ মাদক কারবারে কয়েকটি চক্র ও উচ্চবিত্ত ঘরের কিছু তরুণ গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যেই এ ধরনের মাদক সেবনের প্রবণতা বেশি।

দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন পরীমণি। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির‌্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি।

সে ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়ে গেছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমণির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

এদিকে পরীমণির আটকের পর ব্যবসায়ী নাসির জানিয়েছেন, নায়িকার বিরুদ্ধে মামলা করবেন।

কালের আলো/টিআরকে/এসআইএল