অপরিবর্তিত বাংলাদেশ, জিম্বাবুয়ে দলে ফিরলেন রাজা

প্রকাশিতঃ 1:49 pm | July 18, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

বাংলাদেশের বিপক্ষে টানা ১৭ ওয়ানডে হেরেছে জিম্বাবুয়ে। এই রেকর্ড আরও লম্বা না করতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। এদিকে পরিবর্তন বাংলাদেশের একাদশে।

শঙ্কা ছিল লিটন দাসকে নিয়ে। প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির দিনে আঙুলের চোটে ফিল্ডিংও করেননি। বদলি হিসেবে উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন নুরুল হাসান সোহান। তবে গতকালই জানা যায়, সে চোট গুরুতর নয়। দ্বিতীয় ম্যাচেই পাওয়া যাবে এই ওপেনারকে।

সিরিজের প্রথম ওয়ানডে দলটা দ্বিতীয় ম্যাচেও অপরিবর্তিত রেখেছে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন হ্যামেস্ট্রিংয়ে টান পড়ার পরও আছেন দ্বিতীয় ম্যাচে।

জিম্বাবুয়ে দলে পরিবর্তন এসেছে ২টি। রায়ান বার্ল এবং মারুমার ইনজুরিতে একাদশে ফিরেছেন সিকান্দার রাজা এবং কামুনহুমায়ে। এ বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে টেস্ট এবং টি-২০ সিরিজ খেলার পর কাঁধে অপারেশন করে টিউমার অপসারনে ক্যান্সারের লক্ষণ দেখা দিয়েছিল সিকান্দার রাজার। সেই থেকে এই অফ স্পিন অল রাউন্ডার মাঠের বাইরে ছিলেন ৪ মাস। ক্যান্সার জয় করে ফিরেছেন তিনি মাঠে।

সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে হেরেছে বাংলাদেশ। টসে জিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। আজ জিতলে জিম্বাবুয়ের মাটি থেকে চতুর্থবারের মতো ওয়ানডে সিরিজের ট্রফি জিতবে বাংলাদেশ দল।

জিম্বাবুয়ে : ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিওন মায়ার্স, তিনাশে কামুনহুকামওয়ে রেগিস চাকাভা, সিকান্দার রাজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা ও রিচার্ড এনগারাভা।

বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

কালের আলো/টিআরকে/এসআইএল