প্রকাশ্যে তওবা করলেন কোরআন অবমাননাকারী সেই হাসান

প্রকাশিতঃ 10:37 pm | September 07, 2018

জেলা প্রতিবেদক, কালের আলো:

পবিত্র কুরআন শরীফ অবমাননা করে ৭ মাস কারাভোগের পর জামিন পেয়ে প্রকাশ্যে তওবা করেছে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকার হাসান উল ইসলাম নামে এক যুবক।

শুক্রবার(৭ সেপ্টেম্বর) শহরের দেলপাড়া কবরস্থান মাঠে কুতুবপুর ইসলামিক কালচার সেন্টারের উদ্যোগে আয়োজিত ওই তওবা অনুষ্ঠানে তওবা করেন তিনি।

অনুষ্ঠানে হাসান উল ইসলামকে তওবা পড়ান জামিয়া আশরাফিয়া মাদরাসার মোহতামিম মুফতি আব্দুল বারী। সভাপতিত্ব করেন কুতুবপুর ইসলামিক কালচার সেন্টারের মাওলানা গাজী আবুল খায়ের।

এতে অন্যদের মধ্যে মাওলানা মুফতী শাকিল মাহমুদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মহিউদ্দিন, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় হাসান বলেন, আমি সবচেয়ে ঘৃণিত একটি কাজ করেছি। এজন্য আমি অনুতপ্ত ও লজ্জিত।

উল্লেখ্য, ফতুল্লার কুতুবপুরে কোরআন শরীফ অবমাননা করে ফেসবুকে একটি পোস্ট দেয়ার ঘটনায় হাসান উল ইসলামের বিরুদ্ধে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছিলেন ভূইগড় আল আরাফা জামে মসজিদের ইমাম সিদ্দিক উল্লাহ। পরে ১৩ জানুয়ারি সকালে সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকা থেকে হাসানকে গ্রেফতারের পর পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হাসানের ফাঁসির দাবিতে একাধিকবার বিক্ষোভও করেছিলেন মুসল্লিরা।

কালের আলো/জানি/এমএইচ

Print Friendly, PDF & Email