দেশ ও জনগনের কল্যাণে পুলিশকে আরও দায়িত্বশীল হবে: শিল্পমন্ত্রী

প্রকাশিতঃ 9:17 pm | August 30, 2018

ঝালকাঠি সংবাদদাতা, কালের আলো:

দেশ ও জনগনের জন্য পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি সদর পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবন উদ্বোধনকালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, ২০১৪ সালে বিএনপির জোটের জ্বালাও-পোড়াও আন্দোলনে মানুষের নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ বাহিনীর বেশ কিছু সদস্যকে প্রাণ হারাতে হয়েছে। পুলিশের ত্যাগ ও সীমাহীন দায়িত্বের কথা আওয়ামী লীগ সরকার গুরুত্বের সাথে স্মরণ রেখে পুলিশের জন্যও উন্নয়নমুখী কাজ করে যাচ্ছে।

ঝালকাঠির জেলা প্রশাসক মো: হামিদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম এম মাহামুদ হাসানসহ প্রমুখ বক্তব্য রাখেন।

গণপূর্ত বিভাগের বাস্তবায়নে প্রাথমিক পর্যায়ে ২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। ধারাবাহিকভাবে ষষ্ঠ তলা পর্যন্ত নির্মাণ কাজ প্রকল্পে রয়েছে।

কালের আলো/পলাশ/ওএইচ

Print Friendly, PDF & Email