শতাধিক হলে মুক্তি পাচ্ছে ‘ভাইজান এলো রে’

প্রকাশিতঃ 8:03 pm | July 24, 2018

শোবিজ ডেস্ক, কালের আলো:

শাকিব খান-শ্রাবন্তী-পায়েল সরকার অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটি এবারের ঈদুল ফিতরে কলকাতায় মুক্তি পেয়েছে। কিন্তু আইনের মারপ্যাঁচে বাংলাদেশে তা প্রদর্শন করা সম্ভব হয়নি। তবে শাকিব খান অভিনীত কলকাতার এই ছবিটি এবার বাংলাদেশের সেন্সর বোর্ড এদেশেও মুক্তির অনুমতি দিয়েছে। ফলে সব বাধা পেরিয়ে আগামী শুক্রবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে।’

জানা যায়, ‘ভাইজান এলো রে’ ছবিটি কলকাতার। ফলে বাংলাদেশে মুক্তি পাচ্ছে সাফটা চুক্তির আওতায়। শতাধিক হলে আমদানি করে বাংলাদেশে ছবিটি মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স।

আরও জানা যায়, ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, বলাকা, মধুমিতা, জোনাকি, সনি, পূরবীসহ বেশ কয়েকটি হলে চলবে ‘ভাইজান এলো রে’ ছবিটি।

জয়দীপ মুখার্জি পরিচালিত ‘ভাইজান এলো রে’ প্রযোজনা করেছে এসকে মুভিজ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। আরও অভিনয় আছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী, রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি।

‘ভাইজান এলো রে’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। শাকিব অভিনীত শিকারি, নবাব, চালবাজ ছবিগুলোর পরিচালকও ছিলেন তিনি। এ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে।

‘ভাইজান এলো রে’ ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email