পরকীয়ার বিরুদ্ধে মানিকের ‘ঘরবন্দী’

প্রকাশিতঃ 3:18 pm | July 21, 2018

শোবিজ প্রতিবেদক, কালের আলো:

ঘৃণ্য পরকীয়ার বিরুদ্ধে দ্রোহ এবং প্রিয় মানুষকে কাছে রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রকাশিত হয়েছে জীবনমুখী গানের তীরন্দাজ আমিরুল মোমেনীন মানিকের গান ‘ঘরবন্দী’।

শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘মানিক মিউজিক’-এ শুক্রবার প্রকাশ পায় গানটির মিউজিক ভিডিওটি। ‘উল্টো মানুষ’ অ্যালবামের ‘ঘরবন্দী’ গানের কথা ও সুর শিল্পীর নিজের। সঙ্গীত পরিচালনা করেছেন এসকে সামীর।

গানটির বিষয়ে আমিরুল মোমেনীন মানিক কালের আলো’কে বলেন, পরকীয়া নামক একটি রোগ এখন মহামারীর মত আকার ধারণ করেছে। এ রোগ থেকে মুক্তি পেতে গুরুত্বপূর্ণ কিছু ম্যাসেজ দেয়া হয়েছে গানটিতে। গানটির মাধ্যমে মানুষকে একটি সুন্দর পথে নিয়ে যাওয়ার আহবান জানানো হয়েছে।

‘তুমি-আমি’ বিষয়ক কথার বৃত্তে বন্দী গানের বাইরে এসে এ গানটিতে ভাষা, শব্দ প্রয়োগ, সুরের ক্ষেত্রে ভিন্ন মাত্রা আনার চেষ্টা করা হয়েছে যা শ্রোতাদের অন্যরকম অনুভূতি দেবে বলে মনে করেন এ শিল্পী। মানিক এটিকে দেখছেন খানিকটা রূচি বদলের প্রচেষ্টা ও বাংলা গানের বাঁকবদলের দুঃসাহস হিসেবে।

গানের মিউজিক ভিডিও লিংক:

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email