মিরপুর বেড়িবাঁধ থেকে গাঁজা-ইয়াবাসহ অস্ত্রধারী মাদক কারবারী গ্রেফতার

প্রকাশিতঃ 6:06 pm | June 05, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে ৯০ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবাসহ অস্ত্রধারী এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম আলী হোসেন (৪৫)।

বৃহস্পতিবার(৪ জুন) রাত পৌনে ১১টায় উপ-অধিনায়ক মেজর রকিবুল হাসান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে র‌্যাব-৪ এর একটি দল তাকে গ্রেফতার করে।

সেসময় মাদক ছাড়াও ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও মাদক পরিহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

শুক্রবার(০৫ জুন) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আলী হোসেনের নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করতো না। কেউ তার বিরুদ্ধে অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো।

র‌্যাব জানায়, মাদক কারবারী আলী হোসেন দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা, ইয়াবা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আমিন বাজার, গাবতলী, আশুলিয়া, কালিয়াকৈরসহ আশপাশ এলাকায় বিভিন্ন ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করত। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালের আলো/বিএস/এমএম

Print Friendly, PDF & Email