করোনায় মারা গেলেন পুলিশ ইন্সপেক্টর রাজু আহমেদ

প্রকাশিতঃ 1:58 pm | May 24, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

বর্তমান করোনাকালে জনগণকে সেবা ও সুরক্ষা দিতে গিয়ে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক পুলিশ সদস্য। আত্মোৎসর্গ করা এই পুলিশ সদস্য হলেন ইন্সপেক্টর (নিরস্ত্র) রাজু আহম্মেদ। তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে কর্মরত ছিলেন।

রোববার(২৪ মে) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) হয়ে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। রোববার(২৪ মে) সকাল ১০:৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত রাজু আহম্মেদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

এ পুলিশ কর্মকর্তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পুলিশ সদর দপ্তর জানায়, মরহুমের মরদেহ পুলিশের উদ্যেগে তার গ্রামের বাড়ি চাঁদপুরে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

প্রসঙ্গত, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৩ জন বীর সদস্য করোনাযুদ্ধে জীবন বিলিয়ে দিয়েছেন।

কালের আলো/বিএসকে

Print Friendly, PDF & Email