প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছে ইবির ৫ শিক্ষার্থী

প্রকাশিতঃ 3:45 pm | June 09, 2018

ইবি প্রতিনিধি, কালের আলো:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচজন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ এর জন্য নির্বাচিত হয়েছেন।

একাডেমিক শাখা সূত্রে জানা যায়, ২০১৭ সালের স্নাতক (সম্মান) শ্রেণিতে নির্বাচিত পাঁচজন শিক্ষার্থী হলেন- ধর্মতত্ত্ব অনুষদভুক্ত আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র মাকসুদ ইকবাল, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের বুলবুল আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এস এম নাহিদুল ইসলাম, আইন ও শরীয়াহ অনুষদভুক্ত আইন বিভাগের ওয়াজিদুর রহমান এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রেজানুর রহমান।

শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর ওয়েবসাইট এ প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী স্বর্ণ পদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য সারাদেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৯ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

কালের আলো/এমএইচকে/ওএইচ

Print Friendly, PDF & Email