সেনা ও নৌবাহিনীর ত্রাণ বিতরণের সংবাদ অসত্য ও বানোয়াট

প্রকাশিতঃ 9:39 pm | April 03, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে দুস্থ ও অসহায়দের সরকার যে ত্রাণ দিচ্ছে তা বিতরণের দায়িত্ব সেনাবাহিনী ও নৌবাহিনীকে দেয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এভাবে অসত্য ও বানোয়াট সংবাদ পরিবেশন না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার(০৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক বিবৃতিতে বলেন, ‘এখন থেকে সরকারের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী’ এই মর্মে প্রচারিত একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় এইরকম কোনো সিদ্ধান্ত হয়নি।

অনুমাননির্ভর সংবাদ প্রকাশ না করে সত্যতা নিশ্চিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কালের আলো/এনএল/এমএইচএ

Print Friendly, PDF & Email