করোনা ভাইরাস প্রতিরোধে মেয়র টিটুর নতুন উদ্যোগ

প্রকাশিতঃ 3:05 pm | March 26, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নাগরিকদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা ও নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী নানা উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মো: ইকরামুল হক টিটু।

এসব উদ্যোগের মধ্যে প্রতিদিন নতুন নতুন উপায়ে করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশনের টিম।

বৃহস্পতিবার(২৬ মার্চ) নগরীর গাঙ্গিনারপাড় শাপলা চত্বর হতে বিডি ক্লিন ময়মনসিংহ শাখার ব্যবস্হাপনায় জীবানুণাশক ছিটাচ্ছে করোনা প্রতিরোধী টিম।

মসিক সূত্র জানায়, বিশ সদস্যের চারটি গ্রুপে ভাগ হয়ে চারটি সড়কে একযোগে হ্যান্ড স্প্রে মেশিনের মাধ্যমে বন্ধ দোকানপাটের সাটার গ্রিল ও চলমান অটো রিক্সার হাতলে জীবানুনাশক ছিটানো হয়।

মসিক মেয়রের নতুন এই উদ্যোগ এখন হতে প্রতিদিনই নিয়মিত চলবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কতৃপক্ষ।

কালের আলো/এনআর/এমএম

Print Friendly, PDF & Email