করোনা মোকাবেলায় সরকারের পাশে দাঁড়ালো সামিট গ্রুপ

প্রকাশিতঃ 10:46 am | March 25, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান সামিট গ্রুপও।

তারা রাজশাহী, সিলেট এবং খুলনায় করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য তিনটি ল্যাব আধুনিক এবং উন্নত করে দেবে। এই ল্যাবের পিসিআর মেশিন অর্থাৎ যেটা দিয়ে করোনার বিজ্ঞানসম্মত নীরিক্ষা করা যায় এবং যেটি শুধুমাত্র ঢাকার আইইডিসিআর- এ আছে, সেই মেশিন আধুনিকীকরণ করে দেবে। এর ফলে ঢাকার বাইরে করোনা পরীক্ষা সহজতর হবে।

জানা গেছে, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের সঙ্গে টেলিফোনে কথা বলে করোনা মোকাবেলায় সরকারের পাশে দাঁড়ানোর আগ্রহ ব্যক্ত করেন। সে সময় স্বাস্থ্য সচিব তাকে এই ল্যাবগুলো আধুনীকিকরণ এবং উন্নতকরণের জন্য সহযোগিতা চান। এতে সামিট গ্রুপের চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে রাজি হন।

স্বাস্থ্য সচিব বলেছেন যে, বেসরকারি উদ্যোক্তারা এরকমভাবে এগিয়ে এলে করোনা মোকাবেলার ক্ষেত্রে সরকারের সক্ষমতা আরও বাড়বে।

কালের আলো/এনআর/এমএ

Print Friendly, PDF & Email