‘আদালতে আমাদের কোনো হাত নেই’

প্রকাশিতঃ 11:14 pm | May 18, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় নির্বাচনের সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই। আপনারা আইনি লড়াই চালিয়ে যান, আদালতে আমাদের কোনো হাত নেই।’

শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন ।

সুপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে জামিনের পরও সরকার তাকে মুক্তি দিচ্ছে না বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মামলা কয়টা, জামিন কয়টার হবে? এটা আমাদের বিষয় নয়। খালেদা জিয়ার এসব মামলা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়কার। অথচ এসব নিয়ে বিএনপি অবিরাম মিথ্যাচার করছে, মনে হচ্ছে এই মামলা যেন আওয়ামী লীগ দিয়েছে। দশ বছর এই মামলার কার্যক্রম বন্ধ ছিল, অনেক আগেই এই মামলার নিষ্পত্তি হতো।’

নির্বাচনের সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই জানিয়ে কাদের বলেন, ‘আমি পরিস্কার করবে বলতে চাই এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তবে, নির্বাচনে বিএনপির হেরে যাওয়ার ট্রেন শুরু হয়ে গেছে। পর্যবেক্ষকরাও বলছেন খুলনায় দু-তিনটা অনিয়ম ছাড়া নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। খুলনায় এক লাখ দশ হাজার ভোট পেয়েছে বিএনপি। নির্বাচন ফেয়ার না হলে বিএনপি এত ভোট পেত? নেতিবাচক রাজনীতির কারণে তাদের ভোট কমে যাচ্ছে।’

কাদের বলেন, ‘আমরা নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বি চাই। বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে আসবে কি, আসবে না। এর জন্য আওয়ামী লীগকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ভোট দিবে জনগণ, জনগণের উপর তাদের বিশ্বাস কম। সেজন্যই তারা ঘরে বসে ইয়ার কন্ডিশন রুমে বসে প্রেস ব্রিফিং করে পুরোনো ভাঙ্গা রেকর্ড বাজায়।’

কালের আলো/এমকে

** দ্রুত খবর জানতে ও পেতে কালের আলো’র ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: KalerAlo/Facebook

Print Friendly, PDF & Email