“মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার কাজ করছে”

প্রকাশিতঃ 8:19 pm | January 01, 2018

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন বলেছেন, প্রাথমিক শিক্ষা সকল শিক্ষা পদ্ধতির মেরুদন্ড। কাজেই মানসম্মত শিক্ষা নিশ্চিতে সকল শিক্ষার্থীদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে শুধু সরকারের একক প্রচেষ্টা নয় দেশের সকলকে এর উন্নয়নে এগিয়ে আসতে হবে।

সোমবার নগরীর আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত জেলা পুলিশ সুপার নেওয়াজি, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ।

মেয়র ইকরামুল হক টিটু বলেন, ধনী গরিব সকলকে শিক্ষার সুযোগটুকু করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যে উদ্দেশ্যে শিশুদের হাতে বই তুলে দিয়েছেন তা সফল করতে হলে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্নিষ্ট সূত্র মতে, গত বছরের তুলনায় এবার শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১০ লাখ ৭০ হাজার ৯৬৬ জন। তাই এ বছর ৭১ লাখ ৯৩ হাজার ৩৬৯টি বইও বেশি ছাপতে হয়েছে। বর্তমান সরকারের টানা দুই মেয়াদে গত আট বছরে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২২৫ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৭৫০টি বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এবার ৪ কোটি ৪২ লাখ ৪ হাজার ১৯৭ শিক্ষার্থী পেয়েছে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি নতুন বই।

Print Friendly, PDF & Email