ভালুকা সাহিত্য উৎসবে কবি-সাহিত্যিকদের মিলনমেলা

প্রকাশিতঃ 6:52 pm | February 08, 2020

কালের আলো প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকায় কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও ভালুকা কবিতা উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৭জানুয়ারি) বিকেল ৩টা থেকে রাত দশটা পর্যন্ত আনন্দ মুখর পরিবেশে ভালুকা কবিতা উৎসব ও শীতকালীন পিঠা উৎসবও অনুষ্ঠিত হয়।

সাবেক অধ্যক্ষ মোঃ খায়রুল আলম মল্লিকের সভাপতিত্বে ও উৎসবের সমন্বয়ক, কবি সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় উৎসবে ঢাকা থেকে অংশ নেন কবি লুৎফর চৌধুরী, একে আজাদ বাকী, ময়মনসিংহ থেকে কবি শামসুল ফয়েজ, কবি-ছড়াকার সরকার জসীম, কবি-সম্পাদক অধ্যাপক সাব্বির রেজা, কবি-কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, কবি-ছড়াকার সুমি সরকার, গাজীপুর থেকে সাংবাদিক- কবি ইজাজ আহমেদ মিলন, ভালুকা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কবি সেলিনা রশিদ, কবি এড শাহাব উদ্দিন আহমেদ, পাবনা থেকে কবি মেহেদী ইকবাল, প্রবাসী কবি তোফায়েল তফাজ্জল, ত্রিশাল থেকে কবি সাহানা পারভীন, কবি রিয়েল আব্দুল্লাহ, ছড়াকার-গল্পকার জিনিয়াস মাহমুদ, ময়মনসিংহ থেকে কবি কাঙাল শাহীন, কবি আলভী খান, ভালুকার কবি মোহামম্মদ জালাল উদ্দিন, কবি আবুল বাশার শেখ, সাংবাদিক-কবি মুখলেসুর রহমান মনির।

সাংবাদিক-কবি আতাউর রহমান তরফদার, কবি চাষা জহির কবি-শিক্ষক শফিকুল ইসলাম খান, সাংবাদিক-শিল্পি রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা মনিরজ্জামান নয়ন, কবি-গল্পকার এরশাদ আহমেদ, ফারকুলিত হায়দার, সখিপুর মহিল কলেজের প্রভাষক কবি জাহান আশরাফ, বাটাজোর কলেজের প্রভাষক আফম আফজাল হোসেন, কবি পান্না আকন্দ, কবি অমৃত দেবনাথ, কবি-সাংবাদিক আওয়াদ হোসন রুবেল, নীলিমা সুলতানা, কবি আবুল কালাম আজাদ, তাসলিমা খাতুন, কবি মোস্তাফিজুর রহমান, কবি-সাংবাদিক শফিকুল ইসলাম সবুজ, জসীম আহমেদ,ইতি শিকদার, সাংবাদিক আসাদুজ্জামান সুমন, নজরুল ইসলম, তফাজ্জল হোসেন, হুমায়ুন কবির।

জামাল উদ্দিন, সোহাগ মন্ডল, কবি মাসুদ রানা, নুর মোহাম্মদ, সাংবাদিক সৌরভ দত্ত অপু, মনিরুল ইসলাম,কবি জামান শাহ, হাবিব জীহাদী। শিশুদের মধ্যে ছড়া পাঠে অংশ নেয় কাব্য, তাবাস্সুমসহ প্রমূখ।

এসময় উৎসবের আহবায়ক মহসিন সরকার সবুজ, নাট্যভিনেতা ও বাচিকশিল্পী এ এস এম শাখাওয়াত হোসেন সেলিম, শিক্ষক আনোয়ার হোসেন খান, যুবলীগ নেতা সাইফুল ইসলাম খান, এডভোকেট সাইফুল ইসলাম, আ‘লীগ নেতা আফতাব আহমেদ মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

কবিতা উৎসবে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, সম্মাননা ও পুরষ্কার প্রদান, আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন- কবি লুৎফর চৌধুরী, কবি সেলিনা রশিদ, কবি শামসুল ফয়েজ, কবি সাহানা পারভীন, ছড়াকার সরকার জসীম, কবি সাব্বির রেজা, নিতাই চন্দ্র রায়, কবি সুমি সরকার, কবি এস এম সোহেল রানা, সংগঠক স্থপতি মহসীন সরকার সবুজ।

কালের আলো/বিআর/এমএম