ইন্দোনেশিয়ার পুলিশ সদর দপ্তরে বোমা হামলায় নিহত ৭

প্রকাশিতঃ 2:17 pm | May 14, 2018

বিশ্ব ডেস্ক, কালের আলো: ইন্দোনেশিয়ার সুরাবায়ায় পুলিশ সদরদপ্তরে বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।

ইন্দোনেশিয়ার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রোববার শহরটির তিনটি চার্চে আত্মঘাতী বোমা হামলার পর এই ঘটনা ঘটল। খবর গার্ডিয়ানের।

পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মানগেরা বলেছেন, সোমবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।

তিনি বলেন, আমরা একটি বিস্ফোরণের বিষয়ে জানতে পেরেছি কিন্তু এখনই এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারছি না।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি মোটরসাইকেল পুলিশ স্টেশনের কারপার্কের দিকে যাচ্ছে। মোটরসাইকেলটি একজন পুরুষ চালাচ্ছিলেন আর পেছনের সিটে একজন নারী বসেছিল। তারা নিরাপত্তা চৌকির কাছে পৌঁছালে বোমা বিস্ফোরণ ঘটায়।

এর আগে রোববার রাতে পূর্ব জাভায় একটি ভবনের একটি অ্যাপার্টমেন্টে বোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজন মারা যান। ওই জায়গাটি রোববারের সুরাবায়া চার্চ হামলার ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। সিদোয়ারজো এলাকায় অবস্থিত ওনোকলো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাসিন্দারা জানান, তারা রাত ৯টার দিকে ৫ম তলায় কয়েকদফায় বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান।

কালের আলো/বিএকে

Print Friendly, PDF & Email