ময়মনসিংহে বয়লারের পানি ছিটকে ৩ শ্রমিক দগ্ধ

প্রকাশিতঃ 6:58 pm | May 12, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

ময়মনসিংহ শহরতলী সাহেব কাচারী এলাকায় একটি মিলে কাজ করার সময় বয়লারের পানি ছিটকে পড়ে অপারেটরসহ ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- বয়লার অপারেটর অভিজিত কুমার দে, দুই শ্রমিক ইউনুস আলী ও মোস্তফা হোসেন। অভিজিতের বাড়ি ভারতে। বাকি দু’জনের বাড়ি কোথায় তা এখনো জানা যায়নি।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, শহরতলী সাহেব কাচারী এলাকায় অ্যাগ্রো টেক ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ধানের তুষ থেকে তেল তৈরির একটি মিলের বয়লার নষ্ট হয়ে যায়। বিকেলে সেটি মেরামতের জন্য বয়লারের উপরে ওঠেন অপারেটর অভিজিত। বয়লারের নাট খোলার সঙ্গে সঙ্গে গরম পানি ছিটকে অভিজিতসহ দুই শ্রমিক ইউনুস ও মোস্তফার গায়ে পড়ে। এতে তাদের শরীর ঝলসে যায়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর মধ্যে অভিজিতের অবস্থা সংকটাপন্ন হওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email