করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে

প্রকাশিতঃ 9:38 am | January 28, 2020

কালের আলো ডেস্ক:

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। তাছাড়া আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন।

পরিস্থিতি সামাল দিতে চীনে চান্দ্রনববর্ষের ছুটি তিন দিন বাড়ানো হয়েছে।

এরই মধ্যে উহানে একহাজার ৬০০ স্বাস্থ্যকর্মী পাঠিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পর্যটনের জন্য নাগরিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীকে শনাক্তের কথা জানিয়েছে কম্বোডিয়া। এ নিয়ে চীন ছাড়াও বিশ্বের অন্তত ১৩টি দেশে ৫০ জনেরও বেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

আক্রান্ত হওয়ার ১৪ দিনের মধ্যে করোনাভাইরাস বংশবৃদ্ধি করে। তাই অসুস্থতার লক্ষণ প্রকাশের আগেই তা ছড়িয়ে পড়তে পারে অন্যদের শরীরে।

কালেরআলো/এমএম/এডিবি

Print Friendly, PDF & Email