ফুলপুরে কাউন্সিলর হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৪
প্রকাশিতঃ 5:46 pm | May 11, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের ফুলপুরে ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় যুবলীগ নেতা সাদেকুর রহমান হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে নিহতের মা হাছিনা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল ইসলাম টিটুসহ ২১ জনকে আসামি করা হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুব আলম জানান, এ ঘটনায় জড়িত মোহন, শিশির সাদেক ও দেলু নামে চারজনকে সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
এর আগে বুধবার (০৯ মে) রাতে উপজেলার চরপাড়া এলাকায় সাদেকুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করেন স্থানীয় ছাত্রলীগ নেতা টিটু ও মিলনের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কনপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালের আলো/ওএইচ