ভ্যালেন্সিয়ার কাছে হার বার্সেলোনার

প্রকাশিতঃ 9:07 am | January 26, 2020

কালের আলো ডেস্ক:

বার্সেলোনাকে হারিয়ে লা লিগা লিডার বোর্ডের পাঁচ নম্বরে উঠে এসেছে ভ্যালেন্সিয়া। ২০০৭ সালের পর নিজেদের ঘরের মাঠে লা লিগার ম্যাচে বার্সাকে হারানোর স্বাদ পেল ভ্যালেন্সিয়া। কাতালান জায়ান্টদের বিপক্ষে স্বাগতিকদের এবারের জয় এলো ২-০ গোলে।

২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে এখনও পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদেরও পয়েন্ট ৪৩। বার্সেলোনাকে হারিয়ে ৩৪ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়েছে ভ্যালেন্সিয়া।

ফার্স্ট হাফে মার্ক-আন্ড্রে টের স্টেগানের দুর্দান্ত কিপিংয়ে একাধিকবার জাল আগলে রাখতে পেরেছিলো বার্সেলোনা। পেনাল্টি বাঁচানোর পর আরও দুইবার নিশ্চিত গোলের খাওয়া থেকে দলকে বাঁচিয়েছেন কাতালানদের জার্মান গোলকিপার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমনের ধার বাড়ায় বার্সেলোনা। তবে, জর্দি আলবার আত্নঘাতী গোলে লিড নেয় ভালেন্সিয়া। গোল শোধের একাধিক সুযোগ হাতছাড়া করেছেন বার্সেলোনা ফরোয়ার্ড লাইন। পাল্টা আক্রমণ থেকে ৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভ্যালেন্সিয়া। ফেরান তোরেসের যোগানে গোলের খাতায় নাম লেখান গোমেস। হেরেই মাঠ ছাড়ে কাতালানরা।

সবশেষ ছয় ম্যাচে এক হার, তিন ড্র আর দুই জয় নিয়ে অফফর্মে আছে বার্সেলোনা।

কালের আলো/এমএম/এডিবি

Print Friendly, PDF & Email