খালেদা জিয়ার জামিন শুনানি মুলতবি

প্রকাশিতঃ 8:44 pm | May 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি মুলতবি করে।

এর আগে সকাল ৯টা ৩৫ মিনিটে ওই বেঞ্চে শুনানি শুরু হয়।

শুরুতেই দুদকের আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর বেলা সোয়া একটার দিকে শুনানি মুলতবি করে আদালত।

এর আগে ১৯ মার্চ, সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আদেশ ৮ মে পর্যন্ত স্থগিতের আদেশ দেয়।

২২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। পরে ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত।

কালের আলো/এইচএস

Print Friendly, PDF & Email