বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না মাশরাফী
প্রকাশিতঃ 12:33 pm | January 13, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন বাংলাদেশের সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
রবিবার (১২ই ডিসেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভার পর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।
পাপন বলেন, মিটিং শুরু হওয়ার আগে মাশরাফির সঙ্গে আমার কথা হয়েছে। সেই ফোন করেছিল আমাকে। তার কথা অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিতে তাকে রাখতে না বলেছিল। সে খেলার মধ্যে আছে, কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চায় না। এ কারণে যে, তাহলে নতুন একজন সুযোগ পাবে।
‘আমরা তার প্রস্তাব মেনে নিয়েছি। অতএব কেন্দ্রীয় চুক্তি যেটা আসছে ওটার মধ্যে হয়তো মাশরাফির নাম থাকছে না।’
এতদিন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের একজন ছিলেন মাশরাফী। এদিকে, মাশরাফী টি-২০ থেকে অবসর নিয়েছেন। টেস্ট ম্যাচ থেকেও দূরে রয়েছেন। এখন শুধুমাত্র ওয়ানডেতে খেলছেন।
এদিকে, অনুষ্ঠিত হয়ে যাওয়া বোর্ড সভায় পাকিস্তান সফরের বিষয়েও আলোচনা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আসন্ন পাকিস্তান সফরে টেস্ট নয় শুধু টি-টোয়েন্টি খেলতে আগ্রহী বিসিবি। একই সঙ্গে খেলোয়াড়দের টেস্ট ম্যাচের ফি বাড়ানো হয়েছে বলে বোর্ড সভায় জানানো হয়েছে।
কালের আলো/এসএস/এডিবি