ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: সাতদিনের রিমান্ডে মজনু
প্রকাশিতঃ 4:22 pm | January 09, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মজনুকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলো না।
বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের কাছে মজনুকে হস্তান্তর করে র্যাব। তারপর দুপুর দুইটার দিকে আদালতে নিয়ে আসা হয়।
এছাড়া ঢাকা মহানগর উত্তর গোয়েন্দা পুলিশের উপ পুুলিশ কমিশনার মশিউর রহমান জানিয়েছেন, ধর্ষণ শনাক্তে অভিযুক্ত মজনুর ডিএনএ টেস্ট করা হবে।
এদিকে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত ৫ই জানুয়ারি রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জেলায়। অপরাধীকে ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
নির্যাতিত শিক্ষার্থীর বর্ণনা ধরে অভিযান চালিয়ে বুধবার ভোরে শেওড়া রেল ক্রসিং এলাকা থেকে মজনুকে গ্রেপ্তার করা হয়।
কালের আলো/এমএম/এডিবি