দুই ঘণ্টায় ১২৩ ট্যুইট করে ট্রাম্পের রেকর্ড

প্রকাশিতঃ 6:15 pm | December 15, 2019

আন্তর্জাতিক ডেস্ক:

ক্ষমতার অপব্যবহার ও বিচারকাজে বাধা দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গ্রহণ করেছে দেশটির হাউজ জুডিশিয়ারি কমিটি। এ অবস্থায় মেজাজ হারিয়ে ২ ঘণ্টায় ১২৩টি ট্যুইট করে ট্যুইটারে রেকর্ড করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর বিচার বিভাগীয় কমিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট প্রস্তাবের দুটি ধারায় মত দিয়েছে। যার ফলে, ট্রাম্পের ইমপিচমেন্ট তদন্ত হওয়ার সম্ভাবনা প্রবল।

ইমপিচমেন্টে দোষী প্রমাণিত হলে, শাস্তির পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদ হারাতে হবে তাকে। দুই ঘণ্টার ১২৩টি ট্যুইটেই নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প।

তাঁর বক্তব্য, চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছে।

মেজাজ হারিয়ে ট্যুইটারে ট্রাম্প লেখেন, ‘বিধ্বংসী ও ষড়যন্ত্র৷ কোনও দোষ করিনি। স্রেফ প্রতিহিংসায় ডেমোক্র্যাটরা আমায় ইমপিচ করতে চাইছেন। এই দলটা ভয়ংকর। এরা দেশের ভালো চায় না। কোনও অন্যায় করিনি। বরং প্রেসিডেন্ট হিসেবে দেশকে সবচেয়ে পোক্ত অর্থনীতি দিয়েছি। ঢেলে সাজিয়েছি সেনাকে, চাকরি-চাকরি আর শুধু চাকরির বন্দোবস্ত করেছি সবার জন্য। তার পরেও ইমপিচমেন্টের নামে এই ভিত্তিহীন ষড়যন্ত্র৷’

কালের আলো/এডিবি

Print Friendly, PDF & Email