লেখক-পাঠকের পদচারণায় মুখর ময়মনসিংহের ইসলামি বইমেলা

প্রকাশিতঃ 11:54 pm | December 14, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

লেখক-পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ময়মনসিংহে চলমান পাঁচ দিনব্যাপী বিভাগীয় ইসলামি বইমেলা।

নগরীর মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুরু হওয়া এ বইমেলায় ইসলামি বইপ্রেমীদের বেশ সাড়া পড়েছে প্রথমদিন থেকেই।

মেলার তৃতীয় দিন (১৪ নভেম্বর) সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে লেখক আড্ডায় বসেছে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের নেতৃবৃন্দ। আর এতে লেখক-পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এ মেলা। শিশু-নারীসহ সর্বস্তরের বইপ্রেমীরা মেলায় এসে তাদের পছন্দের লেখকের বই দেখছেন, পড়ছেন এবং কিনে নিয়ে যাচ্ছেন।

আয়োজকরা জানান, সময় যত যাচ্ছে পাঠক-ক্রেতাদের সংখ্যা বাড়ছে। এখানে প্রত্যাশা পূরণ হবে বলে বিশ্বাস তাদের।

মেলা প্রাঙ্গণে লেখক আড্ডায় বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের নেতৃবৃন্দ
মেলায় আগত মুহাইমিনুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, পছন্দের লেখকের বইগুলো অনলাইন ছাড়া সাধারণত পাওয়া যায়। এ মেলার মাধ্যমে প্রিয় সব লেখকের বইগুলো পাওয়া যাচ্ছে সহজেই। এ মেলার ধারাবাহিকতা যেন বজায় থাকে।

জানা গেছে, মেলায় মোট ২৪টি ইসলামি পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকছে মেলা প্রাঙ্গণে। যা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।

কালের আলো/বিআর/এমএম

Print Friendly, PDF & Email