সর্বোচ্চ আদালতের এজলাস সিসি ক্যামেরার আওতায়
প্রকাশিতঃ 1:11 pm | December 11, 2019

কালের আলো ডেস্ক:
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে ক্লোজড সার্কিট (সিসি) টিভি ক্যামেরা বসানো হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এজলাস কক্ষে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় বিচারকার্য শুরু করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ।
কোর্ট প্রশাসন জানিয়েছেন, এজলাস কক্ষে যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের চিহ্নিত করতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। যাতে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয়।
আপিল বিভাগের এজলাস কক্ষে আটটি শক্তিশালী সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এ সিসিটিভি ক্যামেরায় অডিও ও ভিডিও রেকর্ড করার ক্ষমতা রয়েছে।
গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ঘিরে নজিরবিহীন হট্টগোল হয় আপিল বিভাগের এজলাস কক্ষে। বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোলের কারণে থমকে ছিল বিচারকাজ। এমন বাস্তবতায় আগামী বৃহস্পতিবার আবার খালেদার জামিন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এ প্রেক্ষাপটে সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেয়।
আপিল বিভাগে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপক্ষ ও বিএনপিপন্থী আইনজীবীরা।
তবে সুপ্রিম কোর্ট প্রশাসন মনে করেন, এজলাস কক্ষে যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবেন তাদের চিহ্নিত করতে এসব সিসি ক্যামেরা বসানো হয়েছে। যাতে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয়।
কালের আলো/ এডিবি