রাজাকার টিপু সুলতানের মৃত্যুদণ্ড

প্রকাশিতঃ 12:51 pm | December 11, 2019

কালের আলো ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর বোয়ালিয়ার মো. আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১১ ডিসেম্বর) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে ১৭৭ পৃষ্ঠার রায় ঘোষণা শেষে এ আদেশ দেন।

গত বছরের ২৭ মার্চ আসামী টিপু সুলতানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। এরপর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে একই বছরের ৮ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

স্বাধীনতাযুদ্ধের সময় অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটতরাজ, হত্যার মত মানবতাবিরোধী অপরাধের দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এ আসামির বিরুদ্ধে। ১৯৭১ সালের ২৬ সেপ্টেম্বর রাজাকার টিপু সুলতান পাকিস্তানি সেনা নিয়ে আওয়ামী লীগ নেতা বাবর মণ্ডলকে আটক করে নির্যাতনের পর গুলি করে হত্যা করে। এরপর ২ নভেম্বর রাতে ৫০ জন পাকিস্তানি সেনা নিয়ে বোয়ালিয়া থানার তালাইমারী এলাকায় হামলা চালায়। সেখান থেকে ১১ জনকে নির্যাতনের পর হত্যা করে। তবে সে ঘটনায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় দুইজন। তাদের মধ্যে একজন এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।

কালের আলো/এডিবি

Print Friendly, PDF & Email