আরাফাত সানিকে পিটিয়ে নিষিদ্ধ শাহাদাত হোসেন

প্রকাশিতঃ 9:32 pm | November 18, 2019

কালের আলো ডেস্ক:

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগের ম্যাচ চলাকালীন সতীর্থ মোহাম্মদ আরাফাত সানিকে পিটিয়ে নিষিদ্ধ হলেন পেসার শাহাদাত হোসেন।

শাহাদাতকে আগামী এক বছর বিসিবির সব ধরনের টুর্নামেন্টে নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে।

জানা যায়, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলমান ষষ্ঠ ও শেষ রাউন্ডের মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ। ম্যাচে ঢাকা বিভাগের পেসার শাহাদাত তার সতীর্থ মোহাম্মদ আরাফাত সানিকে (জুনিয়র) বলের এক পিঠ ঘষে দিতে বলেছিলেন। তবে ২৪ বছর বয়সী আরাফাত ঠিকভাবে বল ঘষে দিতে পারবেন না বললে চটে যান শাহাদাত। তখন খেলার মাঝেই তিনি আরাফাতকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন।

এই ঘটনায় ম্যাচ রেফারি আখতার আহমেদ অভিযোগ জমা দিয়েছেন।

জাতীয় দলের হয়ে ৩৮টি টেস্ট খেলা শাহাদাত একসময় বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। তবে শিশু গৃহকর্মীকে নির্যাতন করে স্ত্রীসহ জেলও খাটতে হয়েছে তাকে।

এহেন কর্মকাণ্ডে জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন আগেই। এবার বিপিএলের প্লেয়ার ড্রাফটেও দল পাননি শাহাদাত।

কালের আলো/এডিবি

Print Friendly, PDF & Email