চালের বাজার সহনীয় রাখতে হবে: খাদ্যমন্ত্রী

প্রকাশিতঃ 1:00 pm | November 17, 2019

কালের আলো ডেস্ক:

ঢাকা: চালের বাজার সহনীয় রাখতে হবে। পেঁয়াজের মতো চালের দাম যেন অস্বাভাবিক পর্যায়ে চলে না যায়, সে ব্যাপারে চাল ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (১৭ নভেম্বর) সকালে খাদ্য ভবনে চালকল মালিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ সতর্কতার কথা বলেন।

মন্ত্রী বলেন, কয়েকদিন ধরে পত্র-পত্রিকায় দেখছি চালের দাম বাড়ছে। তবে এখনো আমাদের মজুদ অনেক বেশি। পেঁয়াজের দামের মতো চালের দাম নিয়ে যেন কোনো সমস্যা না হয়, সহনীয় বাজার যেন অস্বাভাবিক পর্যায়ে চলে না যায়। বাজার সহনীয় রাখতে হবে। এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।

মন্ত্রী বলেন, ‘ফাইন রাইসের (ভালোমানের চাল) দাম কিছুটা বেড়েছে, তবে দাম যেন অসহনীয় পর্যায়ে না যায়। চালের দাম কম থাকলেও আমাদের গোষ্ঠী উদ্ধার করা হয়, বাড়লেও গোষ্ঠী উদ্ধার করা হয়। এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।’

‘পেঁয়াজ নিয়ে অযথা একটা কেলেঙ্কারি হয়েছে। চাল নিয়ে পেঁয়াজের মতো এরকম যেন না হয়, সেজন্য আপনাদের ডেকেছি।’ যোগ করেন মন্ত্রী

মন্ত্রী আরও বলেন, ‘ওএমএসের (খোলা বাজারের) চাল ডিলাররা নিতে চায় না, কারণ কম দাম। এ ব্যাপারে কোনো অনিয়ম থাকলে সেটা আমাদের জানাবেন।’

কালের আলো/এডিবি

Print Friendly, PDF & Email