রাঙ্গাঁর বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা দায়ের

প্রকাশিতঃ 11:41 am | November 15, 2019

কালের আলো ডেস্ক:

সাতক্ষীরা: শহীদ নূর হোসেন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁর বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম বাদী হয়ে আমলি আদালত-১ এ মামলাটি দায়ের করেন।

আমলি আদালত-১ এর বিচারক রেজওয়ানুজ্জামান মামলাটি গ্রহণ করেন।

মামলার বাদী এম শাহ আলম বলেন, যেহেতু মশিউর রহমান রাঙ্গাঁ একজন সংসদ সদস্য, তাই বিজ্ঞ বিচারক আইন কানুন ভাল করে দেখার পর মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য আদেশ দেবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত রোববার (১০ নভেম্বর) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মশিউর রহমান রাঙ্গাঁ বলেন, ‘নূর হোসেন অ্যাডিক্টেড, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর ছিলেন।’

তার এই বক্তব্যে প্রতিবাদের ঝড় ওঠে তৃণমূল থেকে সংসদ পর্যন্ত। গত সোমবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন নূর হোসেনের পরিবারের সদস্যরা।

এরপর বিবৃতি দিয়ে বক্তব্য প্রত্যাহার ও নূর হোসেনের পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চায় রাঙ্গা। পরে জাতীয় সংসদে দাঁড়িয়েও সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

কালের আলো/এডিবি

Print Friendly, PDF & Email