তূর্ণা নিশীথা ট্রেনের চালকসহ ৩ জন সাময়িক বরখাস্ত

প্রকাশিতঃ 1:36 pm | November 12, 2019

কালের আলো ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার মন্দভাগ রেল স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তূর্ণা নিশীথা এক্সপ্রেসের চালক ও সহকারী চালকসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে তাদেরকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মিয়া জাহান।

বরখাস্তকৃতরা হলেন- ট্রেনের কর্তব্যরত লোকোমাস্টার তাছের উদ্দিন, সহকারী লোকোমাস্টার অপু দে, ওয়ার্কিং গার্ড আব্দুর রহমান।

মিয়া জাহান বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে মনে হয়েছে, তূর্ণা নিশীথা এক্সপ্রেসের চালক সিগন্যাল অমান্য করে ভুল লাইনে চলে যাওয়ার দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণে ওই ট্রেনের চালক, সহকারী চালক ও পরিচালক (গার্ড) তিন জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সিগন্যাল অমান্য করে তূর্ণা নিশীথা ট্রেনটি লাইনে ঢুকে পড়ায় উদয়ন এক্সপ্রেসের সাথে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।এছাড়া আহত হয়েছে প্রায় ৭৬ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে জেলা প্রশাসক (ডিসি) হায়াত উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তূর্ণা নিশীথা ট্রেনটি সিগন্যাল অমান্য করে লাইনে ঢুকে উদয়ন এক্সপ্রেস ট্রেনটিকে ধাক্কা দেয়।

কালের আলো/এডিবি
নভেম্বর ১২, ২০১৯

Print Friendly, PDF & Email