তারাকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচীর অনিয়ম অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু

প্রকাশিতঃ 9:35 pm | April 12, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪নং গালাগাঁও ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর অনিয়ম অনুসন্ধান শুরু করেছে উপজেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক।

বৃহস্পতিবার সকাল থেকে সরেজমিনে এ তদন্ত কার্যক্রম শুরু হয়ে চলে দিনভর।

এর আগের দিন বুধবার জেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে গালাগাঁও ইউনিয়নে মাইকিং করে খাদ্যবান্ধব কর্মসূচীর অনিয়ম অনুসন্ধানে এলাকাবাসী ও উপকারভোগীদের সহযোগীতা করার জন্য আহবান জানানো হয় বলে নিশ্চিত করেন উপজেলা উপজেলা খাদ্য কর্মকর্তা রুবাইদুর রানা।

এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন সুলতানা বলেন, সরেজমিনে তদন্ত কার্যক্রম চলছে। আগামী ৭দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে সংশ্লিষ্টরা আরো সময় চেয়েছেন।

প্রসঙ্গত, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে গালাগাঁও ইউনিয়নে ইস্যুকৃত ২২৬৬টি খাদ্য বান্ধব কার্ড সমূহের মধ্যে কোন ভুয়া কার্ডধারীর নামে কার্ড ইস্যু হয়েছে কিনা বা হতদরিদ্রের পরিবর্ততে বিত্তবানদের অনুকূলে কার্ড ইস্যু হয়েছে কি-না সে বিষয়ে

সরেজমিনে অনুসন্ধান করতেই পৃথক ভাবে দু’টি তদন্ত কমিটি গঠন করেন উপজেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক। তারাকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচীর অনিয়ম অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email