ক্রিকেটার ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, এবং…

প্রকাশিতঃ 7:28 pm | November 04, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠক। উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই চমকপদ এক তথ্য উপস্থাপন করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মূলত প্রসঙ্গটির সূত্রপাত সংবাদকর্মীদের একটি প্রশ্নকে ঘিরে।

সংবাদকর্মীরা জানতে চাইলেন ভারত বধে ঐতিহাসিক কীর্তিগড়া মাহমুদুল্লাহ-মুশফিকুরদের অভিনন্দন জানানো হয়েছে হয়েছে কি-না? প্রসঙ্গ আসতেই যেন লুফে নিলেন সদ্য মন্ত্রীপরিষদ সচিব হিসেবে অভিষিক্ত খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি উত্তর ঠিক এভাবে- ‘কেবিনেট শুরু হওয়ার আগে…।’

পাশাপাশি তিনি নিজে যে একসময় ক্রিকেটার ছিলেন এ প্রসঙ্গটি উপস্থানেও ভুল করলেন না। প্রসঙ্গটি উত্থাপন করলেন স্বভাবসূলব ভঙ্গিতে।

বললেন,‘ডু ইউ নো আই ওয়াজ অ্যা ক্রিকেটার? আই অ্যালসো প্লেইড ইন ফার্স্ট ডিভিশন অ্যান্ড আবাহনী অ্যান্ড ইয়ং পেগাসাস।’

শুধু কি তাই? আকরাম খান-আমিনুল ইসলাম বুলবুলদের জামানায় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ঐতিহাসিকক্ষণ, নেপথ্য অবদানের প্রসঙ্গটিও তিনি তুলে ধরলেন। টাইগারদের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পেছনে অন্যতম কারিগরের ভূমিকা পালন করেছেন এ মন্ত্রীপরিষদ সচিব।

এ বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘নট অনলি দ্যাট, আজকে ক্যাবিনটে অর্থমন্ত্রী বলেছেন- বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের পেছনে আমাদের কেবিনেট সেক্রেটারির অবদান আছে।’

স্মৃতিকাতরতায় আচ্ছন্ন হয়ে মন্ত্রিপরিষদ সচিব সেই ঐতিহাসিক প্রাপ্তির বিষয়টি যোগ করলেন। বললেন, ‘তখন সাবের হোসেন চৌধুরী সাহেব ছিলেন বোর্ডের সভাপতি, আমার এই মন্ত্রী (অর্থমন্ত্রী) ছিলেন ক্রীড়ামন্ত্রী, আশরাফুল ভাই ছিলেন তখন আইসিসির সঙ্গে কো-অর্ডিনেটর, অ্যাড হি ওয়াজ দ্য জেনারেল সেক্রেটারি অব ক্রিকেট বোর্ড, আই ওয়াজ দ্য ডিরেক্টর অব স্পোর্টস।’

তিনি বলেন, ‘স্টেডিয়ামগুলো সব আমার আন্ডারে ছিল। মিনি ওয়ার্ল্ডকাপ থেকে শুরু করে পরবর্তীতে এশিয়া ওয়ার্ল্ডকাপে বাংলাদেশের স্ট্যাটাস… ওই অনুষ্ঠানটি কিন্তু আমি উপস্থাপনা করেছিলাম স্টেডিয়ামে।’

সংযোজন করে বলেন, ‘প্রথম যে উদ্বোধনী টেস্ট, ডিসিশন হলো যে, প্রফেশনাল অ্যানাউন্সারের চেয়ে যিনি ক্রিকেট অরিয়েন্টেড তিনি, বিকজ ইউ আর অ্যা ক্রিকেটার ইউ উইল বি বেটার টু এক্সপ্লেইন এভ্রিথিং, আমরা ছিলাম ওখানে। সুতরাং প্রথম আলোচনায় আমরা অংশ নিয়েছি। কেবিনেট শুরুর আগে। সবাই খুবই সন্তুষ্ট। আমার ধারণা আপনারা খুবই জয়েজ মুডে আছেন।’

একজন সংবাদকর্মীর মন্তব্য ছিল এমন, ‘আপনার সৌভাগ্য যে গতকাল বাংলাদেশ জিতেছে।’

কিন্তু এ বিষয়টিকে সৌভাগ্য হিসেবে মানতে নারাজ টাঙ্গাইলের এই কৃতিসন্তান। তিনি বলেন, সৌভাগ্য কেন, উই প্লেইড বেটার। মুশফিক যে ইনিংস খেলেছে, এটা সম্ভবত টি-টুয়েন্টির ওয়ান অব দ্য বেস্ট ইনিংস।’

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দেন সেতু বিভাগের সিনিয়র সচিব আনোয়ারুল ইসলাম। প্রশাসনের সৎ, যোগ্য ও বিচক্ষণ কর্মকর্তা হিসেবে তার সুনাম রয়েছে। তার জীবনসঙ্গী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

কালের আলো/এনআর/এনএল

Print Friendly, PDF & Email