আইপিএলে সাকিব-মোস্তাফিজদের ম্যাচ সূচি

প্রকাশিতঃ 2:51 pm | April 06, 2018

খেলা ডেস্ক, কালের আলো:

আইপিএলের ১১তম আসরের পর্দা উঠছে শনিবার (৭ এপ্রিল)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্টটিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দু’জনই এবার নতুন টিমে নিজেদের মেলে ধরবেন।

কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) সাত মৌসুম কাটিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের ডেরায় সাকিব। দুই সিজন খেলে হায়দ্রাবাদ ছেড়েছেন মোস্তাফিজ। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লিখিয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেস সেনসেশন।

একাদশে থাকলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবেন মোস্তাফিজ। দু’দিন পর রাজস্থান রয়্যালসকে মোকাকিলা করবে সাকিবের সানরাইজার্স। সাকিব ও মোস্তাফিজ মুখোমুখি হবেন ১২ ও ২৪ এপ্রিল।

চলুন দেখে নেওয়া যাক সাকিব ও মোস্তাফিজের টিমের ম্যাচ সূচি। হায়দ্রাবাদের হোম ভেন্যুর নাম রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।

রাউন্ড রবিন পর্বে সানরাইজার্সের ১৪টি ম্যাচের সূচি (প্রথমে স্বাগতিক দল):

৯ এপ্রিল – সানরাইজার্স বনাম রাজস্থান – রাত সাড়ে ৮টায় শুরু।

১২ এপ্রিল – সানরাইজার্স বনাম মুম্বাই – রাত সাড়ে ৮টা

১৪ এপ্রিল – কলকাতা বনাম সানরাইজার্স – রাত সাড়ে ৮টা

১৯ এপ্রিল – কিংস ইলেভেন পাঞ্জাব বনাম সানরাইজার্স – রাত সাড়ে ৮টা

২২ এপ্রিল – সানরাইজার্স বনাম চেন্নাই – বিকেল সাড়ে ৪টা

২৪ এপ্রিল – মুম্বাই বনাম সানরাইজার্স – রাত সাড়ে ৮টা

২৬ এপ্রিল – সানরাইজার্স বনাম পাঞ্জাব – রাত সাড়ে ৮টা

২৯ এপ্রিল – রাজস্থান বনাম সানরাইজার্স – বিকেল সাড়ে ৪টা

৫ মে – সানরাইজার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস – রাত সাড়ে ৮টা

৭ মে – সানরাইজার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – রাত সাড়ে ৮টা

১০ মে – দিল্লি বনাম সানরাইজার্স – রাত সাড়ে ৮টা

১৩ মে – চেন্নাই বনাম সানরাইজার্স – বিকেল সাড়ে ৪টা

১৭ মে – বেঙ্গালুরু বনাম সানরাইজার্স – রাত সাড়ে ৮টা

১৯ মে – সানরাইজার্স বনাম কলকাতা – রাত সাড়ে ৮টা

মুম্বাইয়ের ম্যাচ সূচি (প্রথমে স্বাগতিক দল):

৭ এপ্রিল – মুম্বাই বনাম চেন্নাই – রাত সাড়ে ৮টা

১২ এপ্রিল – সানরাইজার্স বনাম মুম্বাই – রাত সাড়ে ৮টা

১৪ এপ্রিল – মুম্বাই বনাম দিল্লি – বিকেল সাড়ে ৪টা

১৭ এপ্রিল – মুম্বাই বনাম বেঙ্গালুরু – রাত সাড়ে ৮টা

২২ এপ্রিল – রাজস্থান বনাম মুম্বাই – রাত সাড়ে ৮টা

২৪ এপ্রিল – মুম্বাই বনাম সানরাইজার্স – রাত সাড়ে ৮টা

২৮ এপ্রিল – চেন্নাই বনাম মুম্বাই – রাত সাড়ে ৮টা

১ মে – বেঙ্গালুরু বনাম মুম্বাই – রাত সাড়ে ৮টা

৪ মে – পাঞ্জাব বনাম মুম্বাই – রাত সাড়ে ৮টা

৬ মে – মুম্বাই বনাম কলকাতা – বিকেল সাড়ে ৪টা

৯ মে – কলকাতা বনাম মুম্বাই – রাত সাড়ে ৮টা

১৩ মে – মুম্বাই বনাম রাজস্থান – রাত সাড়ে ৮টা

১৬ মে – মুম্বাই বনাম পাঞ্জাব – রাত সাড়ে ৮টা

২০ মে – দিল্লি বনাম মুম্বাই – বিকেল সাড়ে ৪টা

 

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email